
বিদ্যালয়ের ইতিহাস
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় বেশ কিছু মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উপজেলা সদরে কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। যার ফলে, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে তৎকালীণ শিক্ষানুরাগী জনাব বেল্লাল উদ্দিন সরকার সাহেব অত্র এলাকায় মাধ্যমিক শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৯০ সালে চৌহালী উপজেলা সদরে চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শুরুতে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। এরপর ১৯৯৮ সালে ৯ম ও ১০ম শ্রেণির পাঠদান ও এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
২০১০ সালের করালগ্রাসী যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে বিদ্যালয়টি সম্পূর্ণরুপে বিলীন হয়ে যায়। পরবর্তীতে আরও ২বার নদী ভাঙ্গণের স্বীকার হয় এবং ২০১৩ খ্রি. বিদ্যালয়টি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নেরর ৪নং ওয়ার্ডে নতুনভাবে জমি ক্রয়ের মাধ্যমে অবকাঠামো স্থাপন করে বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদানসহ অন্যান্য কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।

এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ইটের গাঁথুনিতে জড়িয়ে আছে আমার স্বপ্ন । এটি এমন এক স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে প্রথাগত শিক্ষার বাইরে এসে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা বিকাশে সর্বোচ্চ সুযোগ পাবে । সুযোগ পাবে নিজেদের বিকশিত করার, বহির্বিশ্বের উপযুক্ত করে নিজেকে মেলে ধরার ।
একটি স্কুল নির্ধারণ করে দেয় একটি জাতি উন্নতির কোন স্তরে নিজেদের নিয়ে যেতে পারবে । শিক্ষার কাঁধে ভর দিয়েই আমাদের সমস্ত অর্জন । আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার সেই কাঁধকে শক্তিশালী করে চলেছে নিরন্তরভাবে । আর এক্ষেত্রে আমাদের সুশিক্ষিত শিক্ষক মণ্ডলী, আধ

সেই আবহমান কাল থেকে মানুষ প্রকৃতি থেকে একটি সুন্দর জীবনের জন্য যে জ্ঞান আহরণ করে তাই শিক্ষা । শিক্ষা মানুষকে ভালো ও মন্দের মধ্যকার বিভেদ শেখায় । মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না । প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয় । আর এই বিকাশ পূর্ণাঙ্গভাবে সর্বপ্রথম ঘটে শ্রেণিকক্ষে । জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয় । পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম অধ্যাপক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ । শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান । সেই বিকাশের অন্যতম কারিগর হল শিক্ষক । শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খ