
বিদ্যালয়ের ইতিহাস
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় বেশ কিছু মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উপজেলা সদরে কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না। যার ফলে, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের সমন্বয়ে তৎকালীণ শিক্ষানুরাগী জনাব বেল্লাল উদ্দিন সরকার সাহেব অত্র এলাকায় মাধ্যমিক শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৯০ সালে চৌহালী উপজেলা সদরে চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। শুরুতে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। এরপর ১৯৯৮ সালে ৯ম ও ১০ম শ্রেণির পাঠদান ও এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।
২০১০ সালের করালগ্রাসী যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে বিদ্যালয়টি সম্পূর্ণরুপে বিলীন হয়ে যায়। পরবর্তীতে আরও ২বার নদী ভাঙ্গণের স্বীকার হয় এবং ২০১৩ খ্রি. বিদ্যালয়টি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নেরর ৪নং ওয়ার্ডে নতুনভাবে জমি ক্রয়ের মাধ্যমে অবকাঠামো স্থাপন করে বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদানসহ অন্যান্য কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।